আজ মঙ্গলবার, ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে দেলোয়ার বাহিনীর তান্ডব,বিরানীর দোকানে হামলা, ভাংচুর, লুটপাট,আহত-২, আটক-১

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ রূপগঞ্জে দেলোয়ার বাহিনী তান্ডব চালিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার গোলাকান্দাইল পুলিশ বক্সের সামনে দফায় দফায় হামলার চালায়। প্রথমে হানিফ বিরানী হাউজ ও পরে হান্নান প্লাজায় ইফসিলন নামে একটি কম্পিউটার ট্রোনিং সেন্টারে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এসময় আহত হয় বিরানী হউিজের কর্মচারী রনি ও সানি। হামলার খবরে মূহুর্তের মধ্যে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে বন্ধ হয়ে যায় রাস্তাঘাটে লোক চলাচল। বন্ধ হয়ে যায় এলাকার সকল দোকান পাট। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল এসে ধাওয়া দিলে হামলাকারীর দৌড়ে পালিয়ে যায়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ৬টি রামদা ও ৪টি সামুরাই উদ্ধার করে। এছাড়াও আটক করে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান বাহিনীর প্রধান দেলোয়ার গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকার মৃত আসমত আলীর ছেলে। অন্যরা হলেন গোলাকান্দাইল এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মিল্লাত, লাল মিয়ার ছেলে আলমগীর, হেকিম মিয়ার ছেলে রাসেল, নজিমউদ্দিনের ছেলে শহিদুল্লাহ, সালাউদ্দিন, বলাইখার এলাকার ইব্রাহিমের ছেলে আনিছ, আনোয়ার উল্যার ছেলে মাসুমসহ ২৫/৩০জনের একটি দল অতর্কিত বিরানীর দোকানে হামলা চালায়। এসময় দোকানে থাকা তিন দিনের আমদানী করা নগদ ৫৭হাজার টাকা নিয়ে যায় সন্ত্রাসীরা। নগদ টাকা ছাড়াও প্রায় সাড়ে ৩লাখ টাকার মালামাল ক্ষতি করেছে বলে দাবী করে দোকান মালিক বাবুল কসাই। পরে আবার ১১টার দিকে ২য় দফায় হামলা চালায় ইফসিলন নামে একটি কম্পিউটারের ট্রেনিং সেন্টারে। সেখানেও তারা ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এ হামলার খবর পেয়ে ভুলতা পুলিশ ঘটনাস্থল থেকে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে আটক করেছে। এছাড়াও হামলাকারীদের কাছ থেকে ৬টি রামদা ও ৪টি সামুরাই উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে।

স্পন্সরেড আর্টিকেলঃ