আজ সোমবার, ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে দূর্গা মন্দিরের ভিত্তি প্রস্থর স্থাপন

সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জের তারাব পৌরসভার আড়িয়াব এলাকায় গত ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে শ্রী শ্রী দূর্গা মন্দিরের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বনশ্রী বিশ্বাস (স্মৃতি কনা), নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোল্লা, শ্রীমতি শীলা রানী পাল, তারাব পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া মোল্লা , রূপগঞ্জ উপজেলা পূজা কমিটির সভাপতি শ্রী গণেশ চন্দ্র পাল, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী দিগেন বিশ্বাস, রূপগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী রমাকান্ত সরকার, রূপগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের সভাপতি শ্রী বাবুল চন্দ্র শীল, সিনিয়র সহ-সভাপতি শ্রী মিলন সরকার, সাধারণ সম্পাদক শ্রী প্রর্ণব পাল, তারাবো পৌরসভা পূজা কমিটির সভাপতি শ্রী তাপস বিশ্বাস প্রমুখ।