আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রূপগঞ্জ থানাধীন পূর্বাচল উপশহর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১। জব্দ করা হয়েছে একটি ট্রাক। গত ২৪ জুন ১১.৩০ ঘটিকায় র‌্যাব-১, সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পূর্বাচল উপশহর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী দিনাজপুরের মোঃ মোস্তফা (২৮) চাঁদপুরের মোঃ আরমান আহমেদ (২২), কে ৫,৯২৫ (পাঁচ হাজার নয়শত পঁচিশ) পিস অ্যামফিটামিন জাতীয় মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট), নগদ ১১,৭০০/- (এগারো হাজার সাতশত) টাকা ও ০১টি ট্রাকসহ হাতেনাতে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদ্বয়কে রূপগঞ্জ থানায় সোপর্দ্দ করা হয়েছে। ২৫ জুন এসব তথ্য নিশ্চিত করেছে র‌্যাব -১ কোম্পানী কমান্ডার (সিপিসি-৩) মেজর আব্দুল্লাহ আল মেহেদী।