আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপগঞ্জে তিন মাদক

রূপগঞ্জে তিন মাদক

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার  করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রূপগঞ্জ  উপজেলার লাভরাপাড়া এলাকার আমান উল্লাহর ছেলে নূর আলম, একই এলাকার আক্কাস আলীর ছেলে আবুল ফায়েজ ও রংপুর জেলার সদর ইউনিয়নের পীরগাছা এলাকার জামাল উদ্দিনের ছেলে মিজানুর রহমান বাবু।

রবিবার ২২ জুলাই  সকালে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার মুড়াপাড়া বাজার এলাকা থেকে ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ ।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রূপম চন্দ্র সরকার জানান, মুড়াপাড়া বাজার এলাকায় কয়েকজন মাদক কারবারি মাদক বিক্রি করছে বলে পুলিশের কাছে খবর ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নূর আলমকে ২০ পিছ, আবুল ফায়েজকে ২০ পিছ ও মিজানুর রহমান বাবুকে ১৩ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে। আটককৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।