নিজস্ব প্রতিবেদক:
পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বাংলাদেশ তাঁতবোর্ড রূপগঞ্জ বেসিক সেন্টারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৮ মে রূপগঞ্জ বেসিক সেন্টারের কার্যালয়ে উপজেলা মাধ্যমিক তাঁতি সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁতবোর্ড রূপগঞ্জ বেসিক সেন্টারের ভারপ্রাপ্ত লিয়াজো অফিসার মোঃ রফিকুল ইসলাম, ফিল্ড অফিসার আরিফুল ইসলাম, বার্তাবাহক বিল্লাল হোসেন, উপজেলা তাঁতী সমিতির সহ-সভাপতি মেহেদী হাসান, তারাবো পৌরসভার ৫নং ওয়ার্ডের কমিশনার ও ২নং ওয়ার্ডের প্রাথমিক তাঁতী সমিতির সভাপতি মোঃ হামিদুল্লাহ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ সভাপতি মোঃ রিপন, রূপগঞ্জ উপজেলা তাঁতী সমিতির সদস্য মোঃ আলী হোসেন, তারাব ১নং ওয়ার্ডের প্রাথমিক তাঁতী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, ভুলতা ইউনিয়ন ১নং ওয়ার্ডের তাঁতী সমিতির সাধারণ সম্পাদক সফিউল ইসলাম, গোলাকান্দাইল ৯নং ওয়ার্ডের তাঁতী সমিতির সভাপতি মোঃ ফারুক মিয়া, মুড়াপাড়া ২নং ওয়ার্ডের তাঁতী সমিতির সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ উপজেলার সকল ইউনিয়নের তাঁতবোর্ডের সদস্য বৃন্দরা।