আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ডাকাত আটক,আহত ৮

নিজস্ব প্রতিবেদকঃ- নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতিকালে স্থানীয়রা ৪টি ককটেলসহ সোহেল মোল্লা নামে ডাকাত দলের এক সদস্যকে আটক করে পুলিশে কাছে দিয়েছে । এর আগে ডাকাত দল তিন বাড়িতে ভয়ংকর ডাকাতি করে। তারা অস্ত্রেরমুখে জিম্মি করে সাড়ে ২১ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালপত্র লুটে নেয়। এ সময় ডাকাতিকালে বাধা দেয়ায় ডাকাতদের হামলায় নারী-শিশুসহ আহত হয়েছেন ৮ জন।

আহতদের মধ্যে রুপগঞ্জ মিল্কীপাড়া এলাকার আলী আকবর, তার স্ত্রী মরিয়ম বেগম, ছেলে সাগর, আলমপুরা এলাকার আয়নাল হক ও তার স্ত্রী সাইফুন্নেছার নাম পাওয়া গেছে। বুধবার ভোরে উপজেলার পূর্বাচল উপশহরের ৯ নম্বর সেক্টরের আলমপুরা ও মিল্কীপাড়া এলাকায় ঘটে এ ডাকাতির ঘটনা। আটক সোহেল মোল্লা নরসিংদী জেলার মাধবদী থানার বালাপুর এলাকার হানিফ মোল্লার ছেলে।

ক্ষতিগ্রস্থ্য, পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ভোর ৪টার দিকে পুর্বাচল উপশহরের ৯ নম্বর সেক্টরের মিল্কীপাড়া এলাকার কৃষক আলী আকবরের বাড়িতে একদল অস্ত্রধারী ডাকাতদল ঢুকে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এসময় পরিবারের সকলকে অস্ত্রেরমুখে জিম্মি করে ১০ ভরি স্বর্ণালংকার, ১২ হাজার টাকা লুটে নেয়। প্রতিবাদ করায় আলী আকবর, তার স্ত্রী মরিয়ম বেগম ও ছেলে সাগরকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।

এরপর পার্শ্ববর্তী আলমপুরা এলাকার কৃষক আয়নাল হকের বাড়িতেও একই কায়দায় ঘরের ভেতরে প্রবেশ করে পরিবারের সকলকে অস্ত্রেরমুখে জিম্মি করে ফেলে। পরে তাদের ঘরে থাকা সাড়ে ৪ভরি স্বর্ণালংকার, একটি ল্যাপটব, ৩টি মোবাইল সেট ও নগদ ১৫ হাজার টাকা লুটে নেয়। বাঁধা দেয়ায় আয়নাল হক ও তার স্ত্রী সাইফুন্নেছাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।

পরে একই এলাকার ব্যবসায়ী ফারুকের বাড়িতে অস্ত্রধারী ডাকাতদল ঢুকে পড়ে। এসময় পরিবারের সকলকে অস্ত্রেরমুখে জিম্মি করে ফেলে। তাদের ঘরে থাকা ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ৮০ হাজার টাকা লুটে নেয়। এক পর্যায়ে পরিবারের লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করলে স্থানীয় এলাকাবাসী জরো হয়ে ডাকাতদের ধাওয়া করে।

এসময় ডাকাতরা তাদের ব্যবহৃত মাইক্রোবাসে উঠে পালিয়ে যাওয়ার সময় ডাকাত সোহেল মোল্লাকে ধরে ফেলে স্থানীয়রা। বাকিরা পালিয়ে যায়। পরে ৪টি ককটেলসহ ডাকাত সোহেল মোল্লাকে আটক করে জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, লুট হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ সংবাদ