আজ শুক্রবার, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে টেক্সটাইল মিলে আগুন

নিজস্ব প্রতিবেদক: রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বলাইখাঁ এলাকার রপ্তানীমুখি এনজেড টেক্সটাইল মিলে ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর সোয়া একটায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
আগুনে ওই কারখানার কাচাঁমাল, তুলা, উৎপাদিত সুতা, কাপড়, পোশাক, মেশিনারিজসহ বিপুল পরিমাণ টাকার মালামাল ভষ্মীভূত হয়। খবর পেয়ে ডেমরা, কাঞ্চন, আড়াইহাজার, আদমজী ফায়ারসার্ভিসের আটটি ইউনিটের কর্মীরা প্রায় ৪ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজি, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির ঘটনাস্থল পরিদর্শন করেন।
এনজেড গ্রুপের পরিচালক বেনজির আহমেদ ভুইঁয়া বলেন, আগুনে কারখানার ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা হচ্ছে। তবে ত্রিশ থেকে পয়ঁত্রিশ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।