রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার মঙ্গলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নতুন ভোটারদের ছবি তুলে এবং শান্তির পায়রা উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিব হেলালউদ্দিন আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের এমপি গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (ঢাকা) রকিবউদ্দিন মণ্ডল, জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী কমিশনার (ভুমি) সাইদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবা মমতা হেনা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাতুল আহমেদ খোকন, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয়ের ভিপি শাহারিয়ার পান্না সোহেল, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি এম এ সাঈদ সোহেল প্রমুখ।
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ৩টি ধাপে আগামী ৯ নভেম্বর পর্যন্ত সারা নারায়ণগঞ্জ জুড়ে চলবে বলে জানা যায়। যে সব নাগরিক ১৮ বছরে পা দিয়েছেন তাদের জাতীয় পরিচত্রপত্র নিয়ে নাগরিক সুবিধা গ্রহণের আহবান জানান ইসি সচিব হেলালউদ্দিন আহমদ।