আজ বৃহস্পতিবার, ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে চ্যালেঞ্জ মোকাবেলা শীর্ষক সম্মেলন


নিজস্ব প্রতিবেদক: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় রূপগঞ্জে “সাসটেইনেবল টেকনোলজিস ফর ইন্ডাস্ট্রিজ” শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কাঞ্চন-চড়পাড়া এলাকায় গ্রীণ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত দুই দিনব্যাপী এ সম্মেলনের শনিবার ( ১৯ ডিসেম্বর) প্রথম দিন।
সারাবিশ্বের ২৯টি দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকরা এতে অংশ গ্রহন করেন। সম্মেলনে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালযের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, গ্রীণ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড.মো. গোলাম সামদানী ফকির, উপ-উপাচার্য অধ্যাপক ড.মো. আব্দুর রাজ্জাক, ট্রেজারার অধ্যাপক ড.মো. ফায়জুর রহমান সহ অন্যান্যরা।
পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৯১টি গবেষনা প্রবন্ধ থেকে নির্বাচিত ৯১টি প্রবন্ধ ও ১২টি পোস্টার পেপার উপস্থাপন করা হয়।