আজ সোমবার, ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে গাঁজা উদ্ধার

বিপুল পরিমাণের গাঁজাসহ রূপগঞ্জে নারী -পুরুষসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-১ । এসময় জব্দ করা হয়েছে তাদেরকে বহনকারী একটি প্রাইভেটকার। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার পূর্বাচল উপশহর ৪ নম্বর সেক্টরের ঢাকা সিটি বাইপাস সড়ক সংলগ্ন ভূইয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের বিপরীত থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, ঢাকার দক্ষিণখানের মুন্সিপাড়া কসাইবাড়ি এলাকার হালিমের বাড়ির ভাড়াটিয়া মো. আবুল কাশেমের ছেলে মো. আলমগীর হোসেন (৩৩) এবং কুমিল্লার দেবিদ্বারের রসুলপুর মঞ্জুর বাড়ি এলাকার মৃত বিল্লাল হোসেনের মেয়ে কহিনুর বেগম (৩০)। তাদের কাছ থেকে ৩৬ কেজি গাঁজা, ৭ হাজার ৫০ টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১ এর কোম্পানী কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী ।

র‌্যাব জানান, কুমিল্লা থেকে একটি প্রাইভেটকারে করে গাঁজার চালান আসছে। এটি কাঞ্চন ব্রিজ হয়ে ঢাকা বাইপাস সড়কে গাজিপুরে প্রবেশ করবে। এমন সংবাদে ৪ নম্বর সেক্টরে চেকপোস্ট বসিয়ে তল্লাশীকালে তাদেরকে গাঁজাসহ আটক করা হয়। আসামিরা যাত্রী পরিবহনের আড়ালে গাঁজার চালান পাচার করেছিলো। আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

স্পন্সরেড আর্টিকেলঃ