আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে গরু বোঝাই ট্রাক ছিনতাই

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে চালকসহ চার জনকে পিটিয়ে ও অজ্ঞান করে গরু বোঝাই ট্রাক ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। সোমবার (৪ ডিসেম্বর) ভোরে উপজেলার কর্ণগোপ এলাকায় ঘটে এ ছিনতাইয়ের ঘটনা।

আহতরা হলো ইউনুছ আলী (৫০), মিন্টু মিয়া (২৫), খলিল মিয়া (৪৮) ও আকবর আলী (৩০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুপুরে আহতদের জ্ঞ্যান ফিরে আসার পর ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আহতরা জানান, রাজশাহীর সিটি হাট থেকে ৫টি বড় গরু ও ১৮টি ছোট গরু ক্রয় করেন তারা। গত রোববার সন্ধ্যায় ২৩টি গরু ট্রাক (ঢাকা মেট্রো ট ১৪-১১৮৬) নিয়ে কুমিল্লা জেলার দেবিদ্বার থানার রাধানগর এলাকায় যাচ্ছিলেন। সোমবার ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কর্ণগোপ এলাকায় পৌছামাত্র সাদা মাইক্রোবাস যোগে এসে একদল ছিনতাইকারী গরু বোঝাই ট্রাকটি গতিরোধ করে।

এক পর্যায়ে চালক খলিল মিয়াসহ ওই চার জনকে পিটিয়ে আহত করে। পরে তাদের চোখে মুখে মলম লাগিয়ে অজ্ঞান করে গরুসহ ট্রাক ছিনিয়ে নেয়।

রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, গরুসহ ট্রাক উদ্ধার ও ছিনতাইকারী চক্রের সদস্যদের আটকের চেষ্টা চলছে।