আজ শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে গণতন্ত্রের বিজয় মিছিল

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জে গণতন্ত্রের বিজয় দিবস পালিত হয়েছে। বুধবার ( ৩০ ডিসেম্বর) রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার নির্দেশে বিজয় মিছিল বের করা হয়। ভুলতা এলাকায় মিছিলটি বের করে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার, সাধারন সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাছুম, সহ-সভাপতি নাজমুল হাসান সবুজ, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, মিরাজ মোল্লা, রোবায়েদ হাসান রাকিব, দপ্তর সম্পাদক সেলিম মাহমুদসহ অনেকে। 

প্রসঙ্গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি হয় ৩০ ডিসেম্বর। এ উপলক্ষে ক্ষমতাসীন দলটি দেশব্যাপী ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উদযাপন করে।