সংবাদচর্চা রিপোর্ট:
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারা মুক্তি এবং সুস্থতা কামনায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে রূপগঞ্জ উপজেলা ওলামাদল ।
শনিবার দুপুরে উপজেলার যাত্রামুড়া এলাকায় রূপগঞ্জ থানা ওলামাদলের সভাপতি মাওলানা মজিবুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওলামাদলের কেন্দ্রিয় কমিটির সহসভাপতি ও নারায়ণগঞ্জ জেলা ওলামাদলের সভাপতি সামছুর রহমান খান বেনু।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা এডভোকেট সামসুজ্জামান খোকা, এডভোকেট আব্দুস সামাদ মোল্লা, রূপগঞ্জ থানা ওলামাদলের সাধারণ সম্পাদক আব্দুল হাই তালুকদার, তারাব পৌর ওলামাদলের সভাপতি মো. কামাল খান, আলাউদ্দিন মিয়াজী, আমির হোসেন, আলম খান, বকুল মিয়া, মো. জজ মিয়া, আমজাদ হোসেন এছাক, শাহজাদা মিয়া, কবির হোসেন, শাহীন আলম, মনির হোসেন, ছিদ্দিক মিয়া, অদুদ মিয়া, তারাব পৌর মহিলা দলের সভাপতি রুনা লায়লা, সাধারণ সম্পাদক অজুফা আক্তার, সাংগঠনিক সম্পাদক খাদিজা আক্তার প্রমুখ।
সভায় বক্তারা খালেদা জিয়ার দ্রুত কারা মুক্তি ও সু চিকিৎসার দাবি জানান।