আজ সোমবার, ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ক্রীড়া বিষয়ক আলোচনা সভা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা ঃ রূপগঞ্জ  উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে গতকাল ২৮ সেপ্টেম্বর ক্রীড়া বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি আবু ফাতেহ মোঃ শফিকুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান ও ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ তোফায়েল আহমেদ আলমাছ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ মোঃ জাকির হোসেন, ক্রীড়া সংস্থার কর্মকর্তা এস কে মাহমুদ জেসপার, রেজাউর রহমান রিপন, এম এ মোমেন, জুয়েল সরকার, জাকির হোসেন, আয়নাল হক, রওশন আরা বেগম, সেলিনা সুলতানা, এজাজ আহমেদ, ইউপি সদস্য আলম হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ক্রীড়া মানুষকে সমাজের সকল ব্যাধি থেকে দূরে রাখে। মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে ক্রীড়ার বিকল্প নেই। যুবকদের ক্রীড়ায় অংশগ্রহণে উৎসাহিত করতে পারলে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক মুক্ত সমাজ গড়া সহজ হবে। তাই সকলকে ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সভায় আহবান জানানো হয়। এছাড়া শিগগিরই রূপগঞ্জে গাজী গোলাম দস্তগীর বীর প্রতীক এমপি গোল্ড কাপ এর পাশাপাশি আরও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। পরে নব নিযুক্ত রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু ফাতেহ মোঃ শফিকুল ইসলাম কে ক্রীড়া সংস্থার কর্মকর্তারা ফুল দিয়ে বরণ করে নেন।

স্পন্সরেড আর্টিকেলঃ