আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রূপগঞ্জে কৃতি শিক্ষার্থীদের

রূপগঞ্জে কৃতি শিক্ষার্থীদের

রূপগঞ্জ  প্রতিনিধি : রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকার  ইক্বরা কিন্ডার গার্টেনের উদ্যোগে ৩ শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার আম বাগানে এ সংবর্ধনা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।

আবুল বাশার ভুইয়া সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী। অনুষ্ঠান উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা আমির হোসেন ।

প্রধান অতিথির বক্তৃতায় হাছিনা গাজী বলেন, শিক্ষা খাতে বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন করেছে। বিনা মূল্যে বই বিতরণ করছে। ঝড়ে পড়া শিক্ষার্থীর পরিমাণ কমে গেছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশ বাসিকে আবার নৌকা মার্কায় ভোট দিতে হবে।

এসময় বিশেষ অতিথি ছিলেন,  স্বদেশ কিন্ডার গার্টেন ওয়েলফার এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা লায়ন মোজাম্মেল হক ভুইয়া, জেলা পরিষদের সদস্য শীলা রানী পাল, ভুলতা ফাড়ির ইনচার্জ ইনসপেক্টর জসিম উদ্দিন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ফারুক মহসিন, ইক্বরা কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, খোদেজা বেগম, আলী ওসমান, কফিল উদ্দিন, অভিভাবক রিনা ইসলাম প্রমূখ।