নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন পরিচালক ও শিক্ষক কল্যাণ সমিতির বৃত্তি পরীক্ষার ফল ২০ ফেব্র“য়ারি বুধবার প্রকাশ করা হয়েছে। উপজেলার দেড় শতাধিক কিন্ডারগার্টেনের প্লে থেকে চতুর্থ শ্রেণির দুই সহস্রাধিক কোমলমতি শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৪৪ জন সেভেনস্টার, ৯৩ জন ট্যালেন্টপুল ও ১১৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।
রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সমিতির সভাপতি আলহাজ্ব লায়ন মোঃ হাবিবুর রহমান হারেজ। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, পরীক্ষা বাস্তবায়ন কমিটির রুহুল আমিন, সমিতির কর্মকর্তা এনামুল হক সিকদার, আলহাজ্ব ফিরোজুল ইসলাম, মোঃ মজিবুর রহমান, শামীমা আক্তার ঝুনু, নজরুল ইসলাম ও আব্দুস সালাম প্রমুখ।
পরে উপস্থিত কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।