আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা, খুনির বাড়িতে আগুন

সংবাদচর্চা রিপোর্ট:

জমি সংক্রান্ত বিরোধে রূপগঞ্জে মামুন দেওয়ান নাছির (২১) নামে এক কলেজ ছাত্র পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার ঘটনায় নিহতের সহপাঠী ও বিক্ষুব্ধ এলাকাবাসী খুনির বাড়িঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে। 

জানা গেছে গত ২৯ জানুয়ারী মঙ্গলবার উপজেলার সদর ইউনিয়নের পিতলগঞ্জ দেওয়ানবাড়ি এলাকায় হামলায় গুরুতর আহত হবার পর বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিক্ষার্থী মামুন দেওয়ান নাছির।

এ হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। নিহত মামুন দেওয়ান নাছির স্থানীয় সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অর্নাস ৩য় বর্ষের শিক্ষার্থী।

নিহতের পিতা জিয়ারুল দেওয়ান জানান, কথা কাটাকাটির জের ধরে গত ২৯ জানুয়ারী মঙ্গলবার তার ভাই বোরহান দেওয়ান, তার স্ত্রী আছমা, বোন মাজেদা, ভগ্নিপতি আবুল হোসেন, ভাগিনা হিমেল, আলীনুর ও হাবিবুর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। 

এ সময় তাকেসহ তার মেয়ে আমেনা ও একমাত্র ছেলে মামুন দেওয়ান নাছিরকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। দুইদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাড্ডা জেনারেল হাসপাতালে নাছিরের মৃত্যু হয়।

নাছিরের মৃত্যুর খবর ছািড়য়ে পড়লে ঘাতকরা এলাকা থেকে গা ঢাকা দেয়। এদিকে সহপাঠীর মৃত্যুর খবরে বিক্ষুব্ধ হয়ে উঠে তার সহপাঠীরা। 
বিকেলে সহপাঠীসহ এলাকাবাসী একত্রিত হয়ে ঘাতকদের বসতবাড়ি ভাংচুরসহ একটি ঘরে আগুন জ্বালিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে রুপগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) শফিউল আজম বলেন, শিক্ষার্থীর মৃত্যু ও সহপাঠীদের বিক্ষোভের সংবাদে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ এসে সকলকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে এলাকাবাসীর সহায়তায় পুলিশ আগুন নেভাতে সক্ষম হয়।