সংবাদচর্চা রিপোর্ট: গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় একটি বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান। শুক্রবার ( ৩০ অক্টোবর) তিনি মোবাইল কোর্ট পরিচালনা করে এ বিয়ে বন্ধ করে দেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
এব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অনুযায়ী কন্যার পিতাকে ৫০০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ১৮ বছর বয়সের আগে কন্যার বিয়ে কন্যার দিবেন না মর্মে পিতার নিকট থেকে অঙ্গীকারনামা নেয়া হয়।