আজ রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে এতিম ভাতিজার সমস্ত জমি জালিয়াতি করে লিখে নিয়েছে চাচারা ॥


রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিয়াস আহমেদ (১২) নামে এক এতিম ভাতিজার সমস্ত জমি তার চাচারা জালিয়াতি করে লিখে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা এলাকায়। বিষয়টি নিয়ে কয়েক দফা বিচার সালিস হলেও সেই রায় মানছেনা পিয়াসের ভুমি দস্যু চাচা আব্দুল হাকিম, আব্দুস সামাদ, মোঃ গোলজার হোসেন ও হাকিমের ছেলে নাজমুল। আর এ কারনে বরুনা গ্রামবাসী লিখিতভাবে হাকিমদের সাথে সমস্ত সর্ম্পক ছিন্নও করেছে। ক্ষুব্ধ পিয়াসের চাচারা শুক্রবার সকালে তাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। বর্তমানে এতিম পিয়াস চরম নিরাপত্তাহীনতায় ভোগছে।
জানা যায়, বরুনা এলাকার মৃত আবুল হাশেমের একমাত্র ছেলে পিয়াস (১২) । ৯ বছর বয়সে পিয়াসের বাবা, মা মারা যায়। এরপর থেকে তার ভুমি দস্যু চাচা আব্দুল হাকিম, আব্দুস সামাদ, মোঃ গোলজার হোসেন ও হাকিমের ছেলে নাজমুল পিয়াসের সমস্ত সম্পতি আত্বসাৎ করতে ছক কষতে থাকে। গত ৩০ আগষ্ট পিয়াস ও তার চাচাদের নামে একটি জমি কেনার কথা বলে পিয়াসের মালিকানাধীন বাড়িসহ ১৭ শতাংশ জমি জালিয়াতি করে তাদের নামে লিখে নেয়। জালিয়াতির বিষয়টি প্রকাশ হলে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে। বর্তমানে এতিম পিয়াস চরম নিরাপত্তাহীনতায় ভোগছে। এছাড়া পিয়াসকে বিভিন্ন মিথ্যা মামলায় হয়রানী করা হচ্ছে বলেও জানা গেছে। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা বৈধভাবেই জমি লিখে নিয়েছেন বলে দাবি করেন।