মোবাইল ফিনান্সিয়াল এজেন্টদের সাথে লেনদেনের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে রূপগঞ্জ পুলিশের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় উপজেলার ভুলতা ঘরোয়া কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে ভুলতা পুলিশ ফাঁড়ি । রূপগঞ্জ থানার ওসি মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার -গ’ সার্কেল মো. মাহিন ফরাজী।
সভায় বক্তরা অর্থ লেনদেনের ব্যাপারে সতর্কতার উপর গুরুত্বারোপ করে।
এ সময় ভুলতা ফাঁড়ির ইন্সেপেক্টর মো.শহিদুল আলমসহ রূপগঞ্জের মোবাইল ফিনান্সিয়াল এজেন্টদের প্রায় দুই শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।