আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেপ্তার

সংবাদচর্চা রিপোর্ট : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দড়িকান্দী এলাকায় একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী রহিম মেম্বার ওরফে রহিম শেখ(৩৫) নামের বিস্ফোরক ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন ভূলতা ফাঁড়ির পুলিশ।

সোমবার সকাল ৮টার দিকে তার নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দড়িকান্দী গ্রামের তমিজুদ্দিনের ছেলে রহিম মেম্বার ওরফে রহিম শেখ। তার বিরুদ্ধে একাধিক মামলা, বিস্ফোরক,মাদক বিক্রিসহ বিভিন্ন অপরাধ করে আসছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। ভূলতা ফাঁড়ির ইনচার্জ

রফিকুল হক জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে একাধিক মামলা ও ওয়ারেন্টসহ বিস্ফোরক ও মাদক বিক্রির অভিযোগ রয়েছে। সে দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল। তাকে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি সংবাদচর্চার সাংবাদিক বিপ্লব হাসানকে জানিয়েছেন।