আজ শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ঈদবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

রূপগঞ্জে ৪ হাজার অসহায় দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় শনিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার ভোলানাথপুর এলাকায় পূর্বাচল ক্লাব প্রাঙ্গনে রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা’র উদ্যোগে এ ঈদবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে যোগ দেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী।
প্রধান অতিথির বক্তব্যে রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার গরীব ও অসহায় মানুষের জন্য কল্যানমূলক নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।’

সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে হাসিনা গাজী বলেন, ‘আমি মনে করি গরীব মানুষের মাঝে এই ঈদ বস্ত্র বিতরণ করতে সমাজের বৃত্তবানদের সবাইকে এগিয়ে আসা উচিৎ। বর্তমান সরকার অসহায়, প্রতিবন্ধী, নারী ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করছে। সরকারের পাশাপাশি সমাজের বৃত্তবানরা যদি তাদের কল্যাণে কাজ করে তাহলে তাদের কষ্ট কিছুটা হলেও লাগব হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্পন্সরেড আর্টিকেলঃ