রূপগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জে শাওন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভুলতা পুলিশ। ব্যবসায়ী শাওন (২০) গোলাকান্দাইল এলাকার বিল্লাল মিয়ার ছেলে। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে গোলাকান্দাইল এলাকায় মাদক বিক্রির সময় তাকে ১শ’ পিস ইয়াবাসহ আটক করা হয়।
ভূলতা পুলিশ ফাঁড়ির এএসআই সাব্বিত জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। শাওনের পরিবার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। আটকের পর শাওনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।