আজ শুক্রবার, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ইসলামী আন্দোলনের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) নারায়ণগঞ্জের রূপগঞ্জ শাখার ইসলামী আন্দোলনের ২৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মুফতি ইমদাদুল্লাহ হাশেমীকে সভাপতি, কাজী কামরুজ্জামানকে সেক্রেটারী ও হাফেজ সারোয়ার হোসাইনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
সোমবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার ভূলতা গাউছিয়া এলাকায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীলদের ভোটে ২ বছর মেয়াদী এ কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি আনোয়ার হোসেন জিহাদী। বিশেষ অতিথি ছিলেন সেক্রেটারী শাহ আলম কাঁচপুরী।
এর আগে, ২ বছর মেয়াদী ইসলামী আন্দোলন তারাব পৌর শাখার ২৬ সদস্য বিশিষ্ট কমিটি হয়েছে। ওই কমিটিতে মাওলানা দেলোয়ার হোসেনকে সভাপতি, জহিরুল ইসলাম জহিরকে সেক্রেটারী ও মোহাম্মদ আল আমিন (মিন্টু)কে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।