আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

রূপগঞ্জে ইউএনওর

রূপগঞ্জে  ইউএনওর

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলার চনখালী এলাকার রুনা আক্তার (১৪) নামে এক ৭ম শ্রেণীর ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন।

২৪ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মোঃ সফিকুল ইসলামের হস্তক্ষেপে বাল্য বিয়েটি বন্ধ করা হয়। রুনা আক্তার চনখালী এলাকার দাউদ মিয়ার মেয়ে। রুনা স্থানীয় কামশাইর ইমাম ভূইয়া ক্রিয়েটিভ হাইস্কুলের ৭ম শ্রেণীতে পড়–য়া শিক্ষার্থী।

কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য আব্দুল মতিন জানান, শুক্রবার রুনা আক্তারের সঙ্গে পার্শবর্তী কামশাইর এলাকার হাসান আলী বেপারীরর ছেলে লাল মিয়া (২০) এর বাল্য বিয়ে হওয়ার কথা ছিলো। বাল্য বিয়ে হচ্ছে এমন সংবাদ পান ইউএনও আবুল ফাতে মোঃ সফিকুল ইসলাম। পরে তিনি আব্দুল মতিনকে বাল্য বিয়ের বিষয়টি জানালে সরেজমিনে গিয়ে বিয়ে বন্ধ করে দেন। এছাড়া রুনার বাবা দাউদ মিয়া ও লাল মিয়ার বাবা হাসান বেপারী কোন প্রকার ছেলে মেয়েকে বাল্য দিবেননা বলে অঙ্গীকার করেন।