সংবাদচর্চা রিপোর্ট
ভোলাব ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ফজলুল হক চৌধুরী সোমবার ( ২২ জুন) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না…রাজিউন)। সোমবার বিকাল ৫ টা ৩০ মিনিটে চারিতালুক ঈদগাহ মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এছাড়া শোক প্রকাশ করেছে ভোলাব ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠন।
মোঃ ফজলুল হক চৌধুরী ভোলাব ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তার ছেলে ভোলাব ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ চৌধুরী।