আজ মঙ্গলবার, ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে আনছার আলীর ঈদ উপহার বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রূপগঞ্জে কর্মহীন ও অসহায় ৭ শত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় এবং তরুণ শিল্প উদ্যোক্তা ও বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার অনুপ্রেরণায় বৃহস্পতিবার ( ৬ মে) রূপগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আনছার আলী।

এ সময় রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান হারেজ, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মনির হোসেন, আওয়ামী লীগ নেতা অলিউল্লাহ, আব্দুর রউফ ,শামসুল হক, রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ মোহাম্মদ জিলানী, রূপগঞ্জ ইউনিয়ন যুবমহিলা লীগের সভাপতি ও ইউপি সদস্য জিন্নাত জাহান জিসান , রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।