সংবাদচর্চা রিপোর্ট : নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আউখাব এলাকার এ ওয়ান পোলার লিঃ এর সামনে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
জানা গেছে, উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আউখাব এলাকার এ ওয়ান পোলার লিমিটেডের সামনে রাত ৩টার দিকে আসিকের দোকানে থাকা চা-কফি মেশিন থেকে এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রেণে আনে। ফায়ার সার্ভিস হাবিব মোহাম্মদ তামাত বলেন , চা দোকন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আরো পড়ুনঃরূপসীতে যাত্রীবাহী বাসে ফেনসিডিল