আজ শনিবার, ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সংবাদচর্চা রিপোর্ট :

রূপগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে রোববার (২৩ জুন)  দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, এক মিনিট নীরবতা পালন, মোনাজাত, স্বেচ্ছায় রক্তদান, প্রদর্শনী ও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। দুপুরে কাঞ্চন পৌর আওয়ামীলীগ কার্যালয়ে কেক কাটেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও এমপিপুত্র গাজী গোলাম মূর্তজা পাপ্পা।

এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমায়েত হোসেন, কাঞ্চন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ ফয়সাল আহমেদ প্রমুখ।

স্পন্সরেড আর্টিকেলঃ