আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে আইভি রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইভি রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার তারাব পৌরসভার রূপসী গাজী ভবনে পৌর মেয়র জনাব হাছিনা গাজীর উদ্যোগে আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও কাঙালি ভোজের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

আইভি রহমানের স্মৃতি স্মরণে মেয়র হাছিনা গাজী বলেন, “নারী নেত্রী আইভি রহমানের হাত ধরেই বাংলাদেশে নারীরা রাজনীতিতে বেশি সক্রিয় হয়েছে। তিনি আওয়ামী লীগের দুর্দিনে হাল ধরেছিলেন বলেই আজ নারী অঙ্গন সুস্থ স্বাভাবিক ভাবে রাজনীতিসহ অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছে। ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমান সহ যারা নিহত হয়েছেন সকলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তাদের আত্মার শান্তি কামনা করছি।”

এসময় তারাব পৌর মেয়র হাছিনা গাজীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শীলা রানী পাল, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি ফেরদৌসি আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা সহ অর্ধশত নেতৃবৃন্দ ।

প্রসঙ্গত, আইভি রহমান ২০০৪ সালের ২১শে আগস্টে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী জনসভায় ঘাতকের ছোঁড়া গ্রেনেডে মারাত্মকভাবে আহত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনদিন পর মৃত্যুর কোলে ঢলে পড়েন। ১৯৪৪ সালের ৭ জুলাই কিশোরগঞ্জ জেলার ভৈরব শহরের চণ্ডীবের গ্রামে তাঁর জন্ম।