আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়নগঞ্জের রূপগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ আলমাছ,আবু হোসেন ভুঁইয়া রানু,ব্যরিষ্টার আরিফুল হক ভুঁইয়া, সাংবাদিক মুকবুল হোসেন, সাইফুল ইসলাম, রুবেল শিকদার, আতাউর রহমান সানী, সুজন মিয়া, আলমগীর হোসেন টিটু প্রমুখ।

সভায় মাদক,বাল্যবিবাহসহ উপজেলার সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়।