আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে অবৈধ মাটি ব্যবসায়ীকে কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক: কৃষি ও সরকারী জমিতে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার অপরাধে  রূপগঞ্জে ওবায়দুল কবির  টিটু নামের এক মাটি ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এ দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ওবায়দুল কবির হোসেন ভোলাব ইউনিয়নের চারিতালুক এলাকার মৃত মোতালিব ভুইয়ার ছেলে।

ভোলাব তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক রিয়াজুল ইসলাম জানান, চারিতালুক এলাকার উম্মুক্ত কৃষি জমিসহ সরকারী জমির মাাটি অবৈধভাবে ভেকু দিয়ে কেটে নিচ্ছে ওবায়দুল কবির হোসেন টিটু। গত ১৫ দিন আগেও ইউএনও আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম ওই এলাকায় অভিযান পরিচালনা করে মাটি কাটা বন্ধ করে দেন। তখন ওবায়দুল কবির হোসেন টিটু পালিয়ে যায়। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ফের মাটি কাটা শুরু করে টিটু। ইউএন’র নির্দেশক্রমে গোপন সংবাদের ভিত্তিত্বে টিটুকে তার নিজ এলাকায় অভিযান পরিচালনা করে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। তাৎক্ষনিক আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ওবায়দুল কবির হোসেন টিটুকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।