আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মক্কায় রূপগঞ্জের হজ যাত্রীর মৃত্যু

রূপগঞ্জের হজ যাত্রীর মৃত্যু

রূপগঞ্জের হজ যাত্রীর মৃত্যু

সংবাদচর্চা রিপোর্ট:

পবিত্র মক্কা হজ পালনের জন্য সৌদি আরবে গমনকারী আল-মুকাররমায় মোহাম্মদ আমীর হোসেন (৫৩) নামে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

১৬ জুলাই, সোমবার অসুস্থতাজনিত কারণে আমীর হোসেনের মৃত্যু হয়। তিনি বেসরকারি হজ ব্যবস্থাপনায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ১৫ জুলাই ভোর সোয়া ৪টায় সৌদিতে যান।

মোহাম্মদ আমীর হোসেন রূপগঞ্জ উপজেলার রূপসী গ্রামের বাসিন্দা। তিনি ১৫ জুলাই সৌদি এয়ারলাইন্স (এসবি ৮০৩) -এ সৌদি আরব যান। আল কুতুব হজ ট্রাভেলসের (হজ লাইসেন্স নম্বর ০৬৭১) মাধ্যমে গত ১৮ মার্চ নিবন্ধন করেছিলেন তিনি। তার পিলগ্রিম আইডি নম্বর ০৬৭১০৯৯।

বাংলাদেশ হজ মিশনের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ১৪,০০৪ হজযাত্রী। তাদের বহন করেছে বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৩৯টি ফ্লাইট। আর এসব হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনার তিন হাজার ২২৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ১০ হাজার ৭৭৮ জন।