আজ সোমবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জের মাদক ব্যবসায়ী সোনারগায়ে ধরা

সংবাদ বিজ্ঞপ্তি:

রূপগঞ্জের দুই মাদক ব্যবসায়ীকে সোনারগায়ে গ্রেফতার করেছে র‌্যাব-১১। শনিবার (৭ মার্চ) সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষারিয়ার চর মেঘনাঘাট  এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মাদক ব্যবসায়ী  মোঃ শাহিন(৩০) , বাসুদেব দাস(২৭) । এসময়  ৪২৯ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ২৯৭৪০/- টাকা  উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন র‌্যাব -১১ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী।

তিনি জানান, আসামী মোঃ শাহিন এর বাড়ী  রূপগঞ্জ থানাধীন পারাইন এলাকায় এবং বাসুদেব এর বাড়ী মিঠাবো এলাকায়। গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে  দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল বাংলাদেশে প্রবেশ করায় এবং প্রাইভেটকার যোগে বিশেষ কৌশলে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে ।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

স্পন্সরেড আর্টিকেলঃ