আজ বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জের প্রত্যেকটা এলাকায় উন্নয়ন করেছি: এমপি গাজী

রূপগঞ্জের প্রত্যেকটা এলাকায়

রূপগঞ্জের প্রত্যেকটা এলাকায়

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলার দাউদ পুর ইউনিয়ন আ.লীগের উদ্যোগে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৫ শে মে  নুরুন্নেসা স্কুল এন্ড কলেজ মাঠে দাউদপুর ইউনিয়‌ন অা.লী‌গের সভাপ‌তি বীর মুক্তিযোদ্ধা  অাফাজ উদ্দিন খানের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

প্রধান অতিথির বক্তৃতায় গোলাম দস্তগীর গাজী বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। শিক্ষা, চিকিৎসা, তথ্যপ্রযুক্তি অবকাঠামোগত উন্নয়ন মানুষের সামাজিক জীবন যাত্রার মান বৃদ্ধি পাচ্ছে।

গোলাম দস্তগীর গাজী দাউদ পুর বাসির উদ্দেশ্যে বলেন, রূপগঞ্জের এমন কোন এলাকা নেই যে খানে বর্তমান সরকারের আমলে উন্নয়ন করি নাই। প্রত্যেকটা এলাকায় উন্নয়ন করেছি। রাস্তাঘাট স্কুল ,কলেজ,মসজিদ, মাদ্রাসার ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে নৌকা মার্কায় ভোট দিতে হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দাউদপুর সহ রূপগঞ্জে  আ.লীগের মধ্যে কোন গ্রুপিং চলবে না। নৌকাকে বিজয়ের লক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যদি শেখ হাসিনাকে ভালোবাসেন তাহলে নৌকার পক্ষে থাকবেন সবাই। নৌকার বিরোধীতা করবেন না কেউ।

গোলাম দস্তগীর গাজী আরো বলেন ,সন্ত্রাস ও জঙ্গীবাদের সাথে ইসলামের কোন সর্ম্পক নেই ।প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ক‌ঠোর হ‌স্তে জঙ্গী‌দের দমণ ক‌রে‌ছেন ব‌লেই দে‌শের মানুষ শা‌ন্তি‌তে রোজা পালন করছে।

ইফতার পার্টি আয়োজনের জন্য দাউদপুর ইউনিয়ন আ.লীগের সকল নেতৃবৃন্দকে গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ধন্যবাদ জানান।

ইফতার পার্টিতে  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা অাওয়ামীলী‌গের সভাপতি তোফাজ্জল হো‌সেন মোল্লা, সহসভাপ‌তি শেখ সাইফুল ইসলাম, উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফের‌দৌসী অালম নীলা, অাওয়ামীলীগ নেতা রেজাউল ক‌রিম মাঞ্জুর, সৈয়দ মারফত অালী, এ‌টিএম জাহাঙ্গীর অালম, মেজবাউল হক বাচ্চু,খায়রুল অালম নয়ন, যুবলীগ নেতা র‌ফিকুল ইসলাম, উপ‌জেলা প‌রিষ‌দের সদস্য শা‌হিনা অাক্তার বৃ‌ষ্টিসহ অাওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছা‌সেবকলীগ, অাওয়ামীলী ম‌হিলালীগ, যুবম‌হিলালীগ ও জাতীয় শ্র‌মিকলীগের বিপুল সংখ্যক নেতাকমী।