রূপগঞ্জের থানার একটি অস্ত্র মামলায় মো. নাজমুল হককে (৩৯) ১৫ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ( ১৯ সেপ্টেম্বর) দুপুরে নারায়নগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা আসামীর অনুপস্থিতে এই রায় ঘোষনা করেন।
সাজাপ্রাপ্ত আসামী মো. নাজমুল হক আড়াইহাজার থানার শরিয়তপুর এলাকার মো. গিয়াসউদ্দিনের ছেলে।
নারায়নগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমিন আহমেদ এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই মামলায় ৫ সাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে আসামী মো. নাজমুল হককে ১৫ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।
প্রসঙ্গত, ২০১২ সালের ২১ মে ১১টার সময় রূপগঞ্জ থানাধীন মোটেরঘাট ভূমি অফিসের পিছনে পরিত্যক্ত টয়লেটের পাশে ১টি বিদেশী বন্দুক, ২ রাউন্ড গুলি ও ১টি রামদা জব্দ করে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছিলো নাজমুলকে। অস্ত্রগুলো তার ছিলো বলে পুলিশ প্রতিবেদনে তথ্যপ্রমাণসহ উঠে আসে।