আজ বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জবাসীর পক্ষ থেকে শেখ হাসিনাকে মন্ত্রী গাজীর অভিনন্দন

নবকুমার: ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননা পাওয়ায় বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে রূপগঞ্জবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। গতকাল গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এ অভিনন্দন জানান।

জানা গেছে ,জাতীয় ও আন্তর্জাতিক টিকাদান কর্মসূচিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য মর্যাদাপূর্ণ ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কারে ভূষিত করা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে । গত সোমবার জাতিসংঘে গ্লোবার অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন এবং ইমিউনাইজেশন (জিএভিআই)-এর বোর্ড সভাপতি ড. এনগোজি অকোনজো ইবিলার হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক অভিনন্দন বার্তায় গোলাম দস্তগীর গাজী বলেন, যোগ্য পিতার যোগ্য কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য। শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতা নন। তিনি বিশ্ব নেতা।

সর্বশেষ সংবাদ