মোঃ তুহিন,রূপগঞ্জ প্রতিনিধিঃ “পুলিশই জনতা জনতাই পুলিশ” এই শ্লোগানে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১,আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।
এ সময় গোলাম দস্তগীর গাজী বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে পুলিশের ভূমিকা অনেক। কমিউনিটি পুলিশিং মানে পুলিশকে সহযোগিতা করা। আমাদের দেশে জনসংখ্যার ন্যায় পুলিশের সংখ্যা খুবই কম তাই জনগণকে পুলিশের কাজে সহযোগিতা করতে হবে। মাদক নির্মূলে একমাত্র পুলিশই সাহসী ভূমিকা পালন করে।
আলোচনা সভার শেষে রূপগঞ্জ থানা পুলিশের উদ্যোগে একটি র্যালী বের হয় । র্যালীটির নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ-১,আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। র্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্তরে এসে শেষ হয়।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতেহ মুহাম্মাদ শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা, জেলা পরিষদের সদস্য শীলা রানী পাল, সার্কেল এএসপি আব্দুল্লাহ আল মাসুদ, এএসপি মুজিব আহম্মেদ পাটুয়ারী, ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) সেলিম মিয়া, ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) শহিদুল আলম, যুব মহিলালীগের সভাপতি ফেরদৌসি, সাধারণ সম্পাদক রিতা, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার বিউটি আক্তার কুট্টি প্রমুখ।