আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রায় পেছালো শিশু আলিফ হত্যার

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া জল্লারপাড় এলাকার বহুল আলোচিত  শিশু আলিফ হত্যা মামলার রায়ের দিন পেছানো হয়েছে। জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. ওয়াজেদ আলী খোকন এ তথ্য জানান।

আজ  (১৮ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে এই হত্যা মামলার রায় ঘোষণা হওয়ার কথা ছিল।

আগামী সোমবার (২২ জুলাই) বিজ্ঞ আদালত শিশু আলিফ হত্যা মামলার পরবর্তী রায়ের দিন ধার্য করেছেন। কিন্তু রায়ের কিছু অংশ বাকি থাকায় তা ঘোষণা করেননি আদালত। পূর্ণাঙ্গ রায় ঘোষণার জন্য আগামী সোমবার (২২ জুলাই) দুপুর দেড়টার সময় ধার্য করেন আদালত।

পিপি এড. ওয়াজেদ আলী খোকন  জানান, একটি মামলার পূর্ণাঙ্গ রায় দেওয়ার পরে যেকোন হত্যার সর্বোচ্চ দন্ডপ্রাপ্ত আসামির নথি ৭২ ঘন্টার মধ্যে হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু বিচারকের ষ্টেনোগ্রাফার রায়ের পূর্ণাঙ্গ নথি আজকে লিপিবদ্ধ করতে পারেন নাই। যার ফলে আজকে নথি পাঠালেও ৭২ ঘন্টা শেষ হয় শনিবার সন্ধ্যায়। আর শনিবার হাইকোর্ট বন্ধ থাকে। তাই মামলার রায় পেছানো হয়েছে।

প্রসঙ্গত  গত বছরের ১৬ আগষ্ট বেলা এগারোটার দিকে বাড়ির সামনে উঠানে খেলার সময় নিখোঁজ হয় ৪ বছর বয়সী আলিফ। পরিবারের সদস্যরা ও এলাকাবাসী মিলে আশেপাশের বাড়িঘর ও পাড়া মহল্লায় খোঁজাখুঁজি করলেও আলিফের কোন সন্ধান পাওয়া যায়নি। বিকেল পাঁচটার দিকে প্রতিবেশী আলী খোকনের বাড়ির নীচ তলার ভাড়াটিয়া অহিদ ও রিপনের তালাবদ্ধ রুম থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয় আলিফের লাশ। এ সময় আলিফের দুই হাত বাঁধা ও মুখে রুমাল গুঁজে দেওয়া ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও ছিল।

এ ঘটনায় আলিফের পিতা সৌদি প্রবাসী আলমগীর হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করলে প্রতিবেশী অহিদকে গ্রেফতার করে পুলিশ।