সংবাদচর্চা রিপোর্ট:
রাস্তা সংস্কারের দাবীতে নারায়নগঞ্জে এলজিআরডির প্রধান নির্বাহীর দপ্তরে স্মারক লিপি দিয়েছে স্থানীয়রা। ৮ জুলাই ২০১৮ রবিবার সকাল ১১টায় ঐতিহাসিক গ্রান্ড ট্রাঙ্ক রোড এর (হাজীগঞ্জ টু শিবু মার্কেট অংশের) সংস্কারের দাবি জানায়।
এ সময় বিল্পবী ওয়াকার্স পার্টির নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু হাসান টিপুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন দলিল লিখক নজরুল ইসলাম, যুবলীগ নেতা নজরুল ইসলাম, সাংবাদিক ও মানবাধিকার কর্মী শফিকুল ইসলাম আরজু, সাংবাদিক নুরুজ্জামান কাউসার। আরও উপস্থিত ছিলেন, পদচিহ্ন সাংস্কৃতিক প্রাঙ্গনের আহবায়ক খোকন রাজ, সদস্য সচিব রিপন পারভেজ, নূর-এ-আলম, সুরুজ আলী মাতুব্বর, কথা সাহিত্যিক বদরুল আলম, মাসুদ, শ্রী নির্মল চন্দ্র রায় প্রমূখ।
নারায়ণগঞ্জ জেলা এলজিআরডির নির্বাহী প্রকৌশলী স্বপন কান্তি পাল বলেন, এ রাস্তাটির প্রফাইল তৈরি করে পাঠানো হয়েছে। আগামী এক মাসের মধ্যে রাস্তাটির সংস্কারের কাজ চালু হবে।