আজ মঙ্গলবার, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

রাশিয়ার প্রথম বিপ্লব দিবস আজ

রাশিয়ার

রাশিয়ারসংবাদচর্চা ডেস্ক:
অাজ সোমবার ২২ শে জানুয়ারী ১৯০৫ সালের এ দিনে রাশিয়ার প্রথম বিপ্লরেব সূচনা হয়েছিলো। রুশ নগরী সেন্ট পিটার্সবার্গের উইন্টার প্যালেসের বাইরে এক দল নাগরিক জার দ্বিতীয় নিকোলাসের কাছে একটি দাবিনামা পেশ করার জন্য শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ সমাবেশ করে। কিন্তু তাদের উপর নির্বিচারে গুলি চালানো হলে প্রায় ৫০০ বিক্ষোভকারী নিহত হয়।

এর পরিণামে সমগ্র রাশিয়াব্যাপী বিক্ষোভ এবং আন্দোলন শুরু হয়। একই বছর অক্টোবর মাসে জার নিকোলাস মৌলিক স্বাধীনতা প্রদান করতে এবং রুশ সংসদ দুমা গঠন করতে বাধ্য হন।

তবে জার বিরোধী ভূমিকা গ্রহণ করার পর দুমাকে বাতিল করে দেয়া হয়। এর এক দশক পরে জার শাসিত রাশিয়া দ্বিতীয় মহাযুদ্ধে জড়িয়ে পড়ে এবং বলশেভিকদের নেতৃত্বে ১৯১৭ সালে রুশ বিপ্লব সম্পন্ন হয়। এই বিপ্লবের মধ্য দিয়ে রাশিয়া বিশ্বের প্রথম মার্ক্সবাদী দেশে পরিণত হয়েছিলো।

মোগল সম্রাট শাহজাহানের মৃত্যু (১৬৬৬)
ভারতের অধিকার নিয়ে ইংরেজ ও ফরাসিদের মধ্যে ওয়ান্ডিস যুদ্ধ শুরু (১৭৬০)
স্পেন ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ইংল্যান্ডের হাতে ছেড়ে দেয় (১৭৭১)
ইংরেজ কবি জর্জ বায়রনের জন্ম (১৭৮৮)
ব্রিটিশ বাহিনী জুলুল্যান্ডে জুলু বাহিনীর হাতে নিশ্চিহ্ন (১৮৭৯)
টেলিপ্রিন্টার ও মাইক্রোফোনের উদ্ভাবক ডেভিড এডওয়ার্ড হিউজের মৃত্যু (১৯০০)
ভারত সম্রাজ্ঞী ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের রানী ভিক্টোরিয়ার মৃত্যু (১৯০১)
লেলিনের মৃত্যু (১৯২৪)
বিশে^ প্রথমবারের মতো বেতারে ফুটবল খেলার ধারা বিবরণী প্রচার (১৯২৭)
দীর্ঘ ২১ বছর পর পাকিস্তানি ক্রিকেট দলের ভারত সফর শুরু (১৯৯৯)

স্পন্সরেড আর্টিকেলঃ