নিজস্ব প্রতিবেদক
৩য় বারের ন্যায় শিল্পপতি মো. মোস্তফা কামালের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় এমপি শামীম ওসমানের নির্দেশনায় বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও শিল্পপতি মো. মোস্তফা কামাল ৩য় বারের মত তার নিজ এলাকা রামারবাগ ও লালখাঁর গ্রাম বাসীর মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন। যার মধ্যে ছিলো ৫ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি মুড়ি, ১ কেজি চিড়া, ১ কেজি গুড় ও ১ কেজি বুট।
মোস্তফা কামাল বলেন, মানুষের সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রাখতে পারার মধ্যে পরম সুখ। এর থেকে শান্তিময় মুহুর্ত পৃথিবীতে আর কিছুই হতে পারে না। আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি বাকিটা আল্লাহর ইচ্ছা।
জানা গেছে, এর আগেও ২ দফায় তিনি তার নিজ উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ করেছেন। গত ২৫ এপ্রিল সকালে মোস্তফা কামাল বন্দরে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে খেয়াঘাটের মাঝি ও আমিরাবাদ গ্রামবাসীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। এর আগে ১৪ এপ্রিল মঙ্গলবার শামীম ওসমানের দেয়া উপহার সামগ্রী তিনি নিজ ব্যবস্থাপনায় ৯ নং ওয়ার্ড বাসির মধ্যে বিতরণ করেন।