আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রানার্সআপ বাংলাদেশের এমপিরা

শিরোপার স্বপ্ন নিয়ে ইংল্যান্ডে উড়াল দিয়েছিল বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দল। সে লক্ষকে সামনে রেখে দুর্দান্ত খেলেছে বাংলাদেশের সংসদ সদস্যরা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েই বিশ্বকাপ মিশন শুরু করে দুর্জয়দের দল। ফাইনালে এসে সেই পাকিস্তানের কাছে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। ভেঙ্গেছে শিরোপার স্বপ্ন।

শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় আন্তঃসংসদীয় ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ-পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৪ রান সংগ্রহ করেন বাংলাদেশের এমপিরা। এর জবাবে খেলতে নেমে পাকিস্তানের এমপিরা ৯ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করেন। খরচ করেন মাত্র ৮ ওভার।

আইসিসির ক্রিকেট খেলুড়ে ৮টি দেশের এমপিদের নিয়ে ইংল্যান্ডে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। এতে অংশ নেয় বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা ও ইংল্যান্ড।

বাংলাদেশ সংসদীয় দলে যারা আছেন:
মোহাম্মদ শাহরিয়ার আলম এমপি (পররাষ্ট্র প্রতিমন্ত্রী), মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপি (ক্রীড়া ও যুব প্রতিমন্ত্রী), নাজমুল হাসান পাপন এমপি (বিসিবি সভাপতি), আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি (চেয়ারম্যান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়), এ এম নাইমুর রহমান দুর্জয় এমপি (মানিকগঞ্জ-১), নাহিম রাজ্জাক এমপি (শরীয়তপুর-৩), জুয়েল আরেঙ এমপি (ময়মনসিংহ-১), মোহাম্মদ আনোয়ারুল আজিম এমপি (ঝিনাইদহ-৪), জুনাইদ আহমেদ পলক এমপি (তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী), শেখ তন্ময় এমপি (বাগেরহাট-২), ছোট মনির এমপি (টাঙাইল-২), আনোয়াারুল আবেদিন খান তুহিন এমপি (ময়মনসিংহ-৯), নুরুন্নবী চৌধুরী এমপি (ভোলা-৩), মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি (ফরিদপুর-৪), আহসান আদেলুর রহমান আদিল এমপি (নীলফামারী-৪), মোহাম্মদ সানোয়ার হোসেন এমপি (টাঙাইল-৫), মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল এমপি (নাটোর-২), ফাহমি গোলন্দাজ বাবেল এমপি (ময়মনসিংহ-১০), মোহাম্মদ আয়েন উদ্দিন এমপি (রাজশাহী-৩) এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি (গাইবান্ধা-১)।