আজ সোমবার, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজাকাররা বাঙালিদের মেধা শূন্য করতে চেয়েছিলো : পাপ্পা গাজী

রাজাকাররা বাঙালিদের

সংবাদচর্চা রিপোর্ট:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সাংসদ পুত্র গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেছেন, স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর -আল শামস বাহিনীর সদস্যরা বাঙালি জাতিকে মেধা শূন্য করতে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর কালো রাতে  জাতির শ্রেষ্ঠ সন্তানদের নিবিচারে হত্যা করেছিলো । সেই রাজাকারদের প্রেতান্তারা এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছে।বিজয়ের মাসে যে কোন মূল্যে ওদেরকে ভোটের মাঠ থেকে বিতাড়িত করতে হবে ।

শুক্রবার তারাব পৌরসভার ১ নং ওয়ার্ডে আওয়ামী লীগ আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেন, বিএনপি জামায়াত জমজ ভাই-বোন। ওদের মধ্যে কোন আদর্শ নেই । ওরা রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশে জঙ্গিবাদের উত্থান হয়।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা রূপগঞ্জের উন্নয়ন চিত্র ভোটারদের দ্বারে দ্বারে তুলে ধরবেন। কোন প্রকার সহিংসতা করবেন না। বিএনপি জামায়াত যেন জনগণকে ভুল বুঝাতে না পারে সে দিকে নজর রাখবেন।

দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রূপগঞ্জ বাসিকে আগামী ৩০ ডিসেম্বর সারা দিন নৌকায় ভোট দেয়ার আহবান জানান গাজী গোলাম মর্তুজা পাপ্পা।

এসময় উপস্থিত ছিলেন, তারাব পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন গোলবক্স, রূপগঞ্জ উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, সহ সভাপতি কাউন্সিলর রফিকুল ইসলাম মনির, সহ সভাপতি জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক হীরা, ১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহবাজ, ছাত্রনেতা আওলাদ, হামিদুল্লাহ কমিশনার , উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজেরা বেগম, ১ নং ওয়ার্ড মহিলা যুবলীগের সভাপতি সেলিনা আক্তার প্রমুখ।