আজ রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজশাহীতে বন্দুকযুদ্ধে যুবক নিহত

রাজশাহীর বাঘায় কথিত বন্দুকযুদ্ধে জিয়ারুল ইসলাম কালু (৩৯) নামে এক যুবক নিহত হয়েছেন; যাকে চোরাকারবারি বলে দাবি করছে পুলিশ।

বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের হামিদুল ইসলামের আমবাগানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

জিয়ারুল ইসলাম কালু বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের পানিকামড়া ঘোষপাড়া গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে।

বাঘা থানার ওসি মহসীন আলী জানান, রাত আড়াইটার দিকে পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের হামিদুল ইসলামের আমবাগানে দুগ্রুপের চোরাকারবারির মধ্যে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় কালুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি দাবি করেন, চোরাকারবারিদের গুলিতে ৯ পুলিশ সদস্য আহত হয়েছেন।