আজ মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজপথে রক্ত দেয়ার শপথ না.গঞ্জ মহানগর যুবদলের

প্রেস বিজ্ঞপ্তি:

বিএনপি চেয়ারপার্সন  বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে নারায়ণগঞ্জের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও মিছিল  করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।

শুক্রবার সকাল ১০.০০ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত মানবন্ধনে শত শত নেতাকর্মী অংশ গ্রহন করেন। মানববন্ধনের শুরু ও শেষে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বালুর মাঠ থেকে চাষাড়া পর্যন্ত মিছিল করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু, সহ-সভাপতি সানোয়ার হোসেন, আকতার হোসেন খোকন সাহ, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাধারন সম্পাদক জুয়েল প্রধান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, বন্দর উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করেন।

সভাপতি বক্তব্যে মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, বর্তমানে মিড নাইট সরকারে ঘুনে ধরেছে। গণ বিষ্ফোরনে সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।

তিনি বলেন,আগে ঢাকা ছিল মসজিদের শহর,সরকারের অনাচারে ঢাকা এখন জুয়ার শহরে পরিনত হয়েছে।ছাত্রলীগ ও যুবলীগ প্রমান করেছে সরকারে ঘুণে ধরেছে।

খোরশেদ বলেন, খালেদা জিয়া এখন সারা বিশ্বের গনতন্ত্র রক্ষায় তার কারাবাস তাকে পৃথিবীতে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তিনি অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবী করে বলেন, খালেদা জিয়ার মুক্তির মাধ্যমেই বাংলাদেশকে জালিম মুক্ত করা হবে।

খোরশেদ অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করে বলেন, প্রিয়া সাহা রাষ্ট্রদ্রোহীতা করলেও তার বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ হয়ে যায় কিন্তু সরকারী ইশারায় দেশ প্রেমের কথা বললেও তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে আদালত।

এছাড়া  মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ উপস্থিত নেতাকর্মীদের খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে প্রয়োজনে কারাবরন ও রাজপথে রক্ত দেয়ার শপথ গ্রহন করান।

সর্বশেষ সংবাদ