আজ রবিবার, ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

রঘুনাথপুর স্কুলের বার্ষিক শিক্ষাসফর ও বনভোজন অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি :  উৎসব মূখর পরিবেশে এবং উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক শিক্ষাসফর ও বনভোজন-২০১৯ শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ার শিলাইদহ, লালন শাহর মাজারে এ শিক্ষাসফর ও পিকনিকের আয়োজন করা হয়। প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী এতে অংশ গ্রহন করে । শিক্ষাসফর এবং বনভোজনে নেতৃত্ব দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার বিশ্বাস, সহ-প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস, সহকারি শিক্ষক হেলেন রানী বিশ্বাস, রবীন্দ্রনাথ দাস, নিতাই ভক্ত, সরোজ মন্ডল ও অসীম বিশ্বাস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কমলাক্ষী বিশ্বাস, গোপালগঞ্জ সার্বজনীন কেন্দ্রীয় কালিবাড়ির সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ সরকার, দীননাথ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ হুমায়ন মোল্লা, সার্ভে কোর্স প্রশিক্ষক ও সমাজ সেবক বিষ্ণুপদ বিশ্বাস, সাংবাদিক হেমন্ত বিশ্বাস কৃষ্ণ প্রমুখ।

স্পন্সরেড আর্টিকেলঃ