আজ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘রক্ত দিয়ে রক্ষা করবো’

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল বলেছেন, ধর্মের নামে অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। রক্ত দিয়ে হলেও এই সম্প্রতি আমরা রক্ষা করবো।’

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে নগরীর দুই নম্বর রেলগেইট এলাকায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ‘সম্প্রতি ও শান্তির সমাবেশ’ এ তিনি এইসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির সমাবেশ এটি। বাংলাদেশকে অস্থীতিশীল করার জন্য কিছু দল ধর্মকে নিয়ে খেলা শুরু করেছে। একাত্তরের সময় সেই নেজাম ই ইসলাম, জামাতে ইসলাম নামে দলগুলো পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল। তারা ধর্মের নামে নারায়ে তাকবির বলে পাকিস্তানিদের কাছে আমার মা-বোনদের তুলে দিয়েছিল। তারা এই বাংলাদেশ চায় নাই।’

ভিপি বাদল বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই বাংলাদেশ। এই বাংলাদেশে সকল ধর্মের মানুষ আমরা ভাই ভাই। হিন্দু-মুসলমানে কোনো ভেদাভেদ নাই। হিন্দুর হাত কাটলে যে রক্ত বের হবে, সেই রক্তই মুসলমানের শরীরে। ইসলাম ধর্ম অন্য ধর্মের উপাসনায় বাধা দিতে বলে নাই। এই নারায়ণগঞ্জে মসজিদ, মন্দির পাশাপাশি আছে। কবরস্থান, শ্মশানসহ চার ধর্মের মানুষের শেষ স্থান একসাথে। সারা বাংলাদেশে এটি বিরল।’

তিনি বলেন, ‘ধর্মীয় উসকানি দিয়ে যারা বিভ্রান্ত সৃষ্টি করে রাষ্ট্রীয়ভাবে অশান্তি সৃষ্টি করতে চায় তাদের এই বাংলার মাটিতে থাকতে দেওয়া হবে না। ওরা স্বাধীনতার শত্রু। ওরা একাত্তরের চেতনার বিপক্ষে, ওরাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। ধর্মের নামে উসকানি দিয়ে জ্বালাও-পোড়াও করে। ওরা জামাত-শিবির-রাজাকার। এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। রক্ত দিয়ে হলেও এই সম্প্রতি রক্ষা করবো।’

স্পন্সরেড আর্টিকেলঃ