আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রক্তঝরা স্বাধীনতার মাস শুরু

রক্তঝরা স্বাধীনতার

রক্তঝরা স্বাধীনতার মাস শুরুরক্তঝরা স্বাধীনতার

সংবাদচর্চা ডেস্ক: আজ পহেলা মার্চ, শুরু হলো স্বাধীনতার মাস।বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের ঘটনা প্রবাহে নানা কারণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ এই মাস। উত্তাল এই মাসের প্রতিটি দিনই বাঙালি জাতির জন্য অনুপ্রেরণা আর শক্তির উৎস।

একাত্তরের ঘটনাবহুল এই মাসেই বঙ্গবন্ধু দিয়েছিলেন সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ। যে ভাষণে তিনি পূর্ব পাকিস্তানের মুক্তিকামী বাঙালিদের স্বাধীনতার সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহবান জানান।

এরপর পঁচিশ মার্চের কালরাত্রির নির্মম স্মৃতি পেরিয়ে আসে স্বাধীনতার ঘোষণা। জীবন বাজি রেখে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে কোটি বাঙালি। এক সাগর রক্তের বিনিময়ে ছিনিয়ে আনে স্বাধীন প্রিয় বাংলাদেশ। স্বাধীনতার মাস উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।

এ বছরের মার্চ মাসে জাতি পালন করবে মহান স্বাধীনতার ৪৬ বছর। এ উপলক্ষে মাসের প্রথম দিন থেকেই শুরু হবে সভা সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। নানা আয়োজনে মুখরিত থাকবে গোটা দেশ।