সংবাদচর্চা রিপোর্ট: নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ ক্লিনিক সিলগালা করে দিয়েছে প্রশাসন। বন্ধ করে দেওয়া বেসরকারি ক্লিনিক গুলোর মধ্যে রয়েছে আশশিফা ডায়াগনস্টিক এন্ড জেনারেল হসপিটাল, সম্রাট জেনারেল হসপিটাল , সোহেল জেনারেল হাসপাতাল। বুধবার (১৮ নভেম্বর) বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা সিভিল সার্জন অফিস ও জেলা পুলিশের যৌথ অভিযান পরিচালনা হয় । জেলা শহরের খানপুর এলাকায় এ অভিযানে তিনটি ক্লিনিকের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না থাকায় করা হয় সিলগালা। এছাড়াও একটি ক্লিনিকের বিরুদ্ধে করা হয় মামলা। জরিমানা করা হয় ২ লক্ষ ৮০ হাজার টাকা। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ জাহেদ পারভেজ চৌধুরী জেলা পুলিশের পক্ষ থেকে অভিযানে অংশগ্রহণ করেন। এ যৌথ অভিযান নিয়মিত চলতে থাকবে। রাতে এসব তথ্য নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।